সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আসলেই প্রথমে নাম আসে ফেসবুকের। এই জনপ্রিয়তার তুঙ্গে থাকা ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা যেন পাল্লা দিচ্ছে ফেসবুকের সঙ্গে। বর্তমানে ১ শত ২০ কোটির বেশি মানুষের রয়েছে হোয়াটসঅ্যাপ। জেনে অবাক হবেন, হোয়াটসঅ্যাপে বর্তমানে প্রতিদিন ২ শত কোটি ঘণ্টার বেশি সময় কলের মাধ্যমে যোগাযোগ করে যাচ্ছেন ব্যবহারকারীরা। আবার গতকাল থেকে চালু হল গ্রুপ কলের ক্ষেত্রে ভয়েস ও ভিডিও সুবিধা। ব্যবহারকারী একে একে চারজন যুক্ত হতে পারবেন ‘অ্যাড পার্টিসিপেন্ট’ অপশনের মাধ্যমে। কর্তৃপক্ষ জানায় ২০১৬ সালে প্রথম ভিডিও কল ফিচার যোগ হলেও, এই প্রথম চালু হল গ্রুপ কলের এই সেবা। তবে, হোয়াটসঅ্যাপে ৪ জন হলেও ফেসবুক মেসেঞ্জার ভয়েস কলে যুক্ত হওয়া যায় ৫০ জন ও স্কাইপ এ ২৫ জন।
সুত্র: মানবজমিন
No comments:
Post a Comment