অফিস থেকে ফেরার সময় সিএনজিতে উঠেছি। পাশের সিটে দেখি একজন নব্য তরুণী। এক পলকের দেখার সাথে সাথেই অভ্যাস অনুযায়ী দৃষ্টি ফিরিয়ে নিলাম। কিন্তু পরমুহূর্তেই কয়েক মুহূর্তের জন্য মেয়েটির দিকে আবারও নজর ফেললাম তার বিপরীতমুখী ড্রেসআপ দেখে। বয়স ১৮ থেকে ২০ এর বেশি নয়। পরনে আঁটসাট ফ্রক স্টাইল শর্ট কামিস ও স্কিন টাইট জিন্স প্যান্ট। অথচ মুখে হিজাব। ওড়না দিয়ে মাথা মুখ গলা প্যাচানো হিজাব। এটা হচ্ছে হিজাবের মডার্ন(!) ভার্সন। ইসলামী সংস্কৃতির সাথে ভিন্ন সংস্কৃতির রং মিশিয়ে তালগুল পাকানো জগাখিচুড়ি মার্কা এইসব বিচিত্র ফ্যাশন নিয়ে আনমনা ভাবতে ভাবতেই মেয়েটির নামার পালা এলো। গাড়ি থেকে নামার পর ভাড়া দেওয়ার সময় অনিচ্ছাকৃত ভাবেই দৃষ্টি ওদিকে গেলো। আমার বিশ্বাস আমার জায়গায় যদি একজন শিল্পী হত তবে অবলিলায় মেয়েটির মাথা বুক কোমর নিতম্বসহ দেহের পুর্ণ আকৃতি হুবহু একে ফেলতে পারত। এদেরকে বলে আধুনিক পর্দাশীল। যারা পরিবারের চাপে অথবা নিজেকে স্মার্ট প্রমাণ দিতে গিয়ে সত্তিকার হিজাব পালন করতে পারেন না তারাই এ ধরনের হিজাব করে ঊভয়কুল রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু আসলেই কি রক্ষা হয়? আমি যদি প্যান্ট খুলে রেখে শার্ট পরে দৌড়াই ব্যাপারটা কেমন হবে? একজন ভরা যৌবনা মেয়ে তার মুখটাকে আড়াল করলো অথচ নীচের দিকের কাপড়কে দেহের সাথে এমন ভাবে সেটে দিল যে তার বিশেষ অঙ্গগুলি তাদের সরগরম উপস্থিতি জানান দিল দর্শককে এমন ড্রেসআপ কোন হিজাবের আওতায় পড়ে? এটা শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্ঠা নয়কি? শুধু দেহ ঢাকার নামতো পর্দা নয়। পর্দার কিছু নিয়ম কানুনওতো আছে। আর পর্দায় মুখ ঢাকাতো মুখ্য নয়। দৃষ্টিকাতর বিশেষ অঙ্গ যেগুলো বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে সেগুলো ঢেকে রাখাই মুখ্য বিষয়। পর্দা হচ্ছে নারীর রূপ সুন্দর্য আর আকর্ষণকে পুরুষের চোখ থেকে আড়াল করা। যাতে তার দৈহিক আকর্ষণ পুরুষকে টিজ না করে। বিশেষ অপরাধের প্রতি উৎসাহিত না করে। ঢিলেঢালা পোষাকের একজন হিজাবধারী নারীকে দেখলে যে ধরনের শ্রদ্ধা আর ভাবের জন্ম হয় তা কি আলোচ্য মেয়েটির মত কাউকে দেখলে হয়? নেকেড এর চেয়ে বিকিনী যেমন বেশি আকর্ষণীয় তেমনি ঢিলা জামার একটি বেপর্দা মেয়ের চেয়ে স্কিনী জামার একটি হিজাবধারী মেয়ে বেশি আকর্ষণীয় ও আবেদনময়ী। সত্যিকারের হিজাব একজন নারীকে যতটুকু অভিজাত করে তুলে এ ধরণের আধুনিক হিজাবী স্টাইল নারীকে ততো বেশি অাবেদনময়ী করে তুলে।
নারীকে ইভটিজিং প্রতিরোধে আইনহয়েছে কিন্তু মেয়েরা যে হরদমএভাবে ছেলেদেরকে ইভটিজিং করে চলেছে এর জন্য আইন কবে হবে?
নারীকে ইভটিজিং প্রতিরোধে আইনহয়েছে কিন্তু মেয়েরা যে হরদমএভাবে ছেলেদেরকে ইভটিজিং করে চলেছে এর জন্য আইন কবে হবে?
No comments:
Post a Comment