দেশের নাম 'কিংডম অফ শেখ মুজিব' হলে কেমন হয়!
কেন বাংলাদেশ রাষ্ট্রটির নাম 'কিংডম অফ শেখ মুজিব' করা উচিত তার পেছনে অনেক যুক্তির মধ্যে একটি মাত্র যুক্তি এখানে তুলে ধরছি।
গেল জানুয়ারীর অগণতান্ত্রীক বিরোধীদলহীন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ (BAL) একটানা ৪র্থ বারের মত ক্ষমতা কুক্ষিগত করেছে।
গত ৩ টার্মে BAL এর সৈরশাষনের মধ্য দিয়ে দেশে যেভাবে সৈরাচারী একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্র কায়েম করেছে তার ফিরিস্থি নতুন করে দেয়ার কোন প্রয়োজন নেই। কিন্তু একটা বিষয় আমাদের আম জনতার নজর এড়িয়ে গেছে অবলিলায়। সেটা হল 'নামকরন'। ক্ষমতার এই দেড় যুগে জাতির বাবা আর জাতির আপার নামে যেভাবে অসংখ্য প্রতিষ্ঠান-জায়গার নামকরন ও নাম পরিবর্তনের মহোৎসব চলেছে তার ফিরিস্তি দেখলে হয়ত খোদ BAL এর চামচাদেরই পিলে চমকে যাবে।
চলমান 'সুগন্ধা বিচের' নাম পরিবর্তন ইস্যুর প্রেক্ষিতে আমি একটু অনলাইন সার্চ করেছিলাম। রেজাল্ট দেখে আমি নিজেই হতবাক! নামের এই পারিবারিকীকরন চলছে আমি জানতাম কিন্তু এতটা ব্যাপক আকার ধারণ করেছে তা জানতাম না। তবে এ ক্ষেত্রে যতটা দায়ী হাসু আপা ও তার পরিবার, ততটা দায়ী BAL এর স্থানীয় তেলবাজ লিডার (বলুন Litter!) চামচারা!
পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ফাউন্ডার ফাদারসদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা অবকাঠামোর নামকরন যেমন হয়েছে এবং হচ্ছে, আমাদের দেশেও জাতির পিতার নামে এমনটা হতেই পারে, এটাই স্বাভাবিক। যেমন আমেরিকার ৭ জন ফাউন্ডার ফাদারসদের মধ্যে প্রধান ফাউন্ডার ফাদার জর্জ ওয়াশিংটনের নামে অনেক নামকরন রয়েছে। কিন্তু তাদের ইন্ডিপেন্ডেন্সের ২শ পঞ্চাশ বছর এবং দেশের আয়তনের হিসেবে এই সংখ্যাটা অতি নগন্যই বলা যায়।
পক্ষান্তরে, গত পনেরো বছরে বাংলাদেশের জাতির পিতার নামে নামকরনের ফিরিস্তি যদি তুলনা করি তাহলে বলতে হবে নামকরনের বিপ্লব ঘটে গেছে। তবুও ধরে নিলাম BAL এর শাষনামলে উন্নয়নের বন্যা বয়ে গেছে তাই নামকরনও সেভাবে হয়েছে।
কিন্তু আপত্তিকর লাগে যখন দেখি জাতির পিতার মত জাতির আপা শেখ হাসিনা ওরফে 'হাসু আপা'র নামেও নামকরনের বিপ্লব। নামকরনের জন্য কি নামের এতই অভাব ছিল? বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসে মহান ব্যাক্তিদের কি অভাব পড়েছে? স্বাধীনতার অগ্রজ মজলুম জননেতা মওলানা আব্দুল হামীদ খাঁন ভাসানীর নাম দেয়া যায় না? (যেখানে তৎকালে শেখ মুজিব ছিলেন ভাসানীর পেছনের সারির নেতা) স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর নাম নেয়া যায় না? আরো অনেক বঙ্গবীরেরা রয়েছেন এ দেশের ইহিতাসে যাদের কারনে এদেশের স্বাধিনতা যুদ্ধ সফলতার মুখ দেখেছে। কই তাদের নাম তো দেখিনা!
বাংলাদেশের ইতিহাসের আরো পেছনে গেলে এরকম আরো অসংখ্য মহান ব্যাক্তিত্বের নামে ভরপুর রয়েছে বাংলার ইতিহাস। কিন্তু দুঃখজনকভাবে সেসব নামে নামকরনের কোন সদিচ্ছা কিংবা কল্পনাও নেই কারো। সবার নামকে টপকে গিয়ে হাসু আপার নাম নতুন নতুন নামফলকে যুক্ত হচ্ছে আর তালিকা দীর্ঘ হচ্ছে।
আসুন দেখে নেই জাতির পিতার নামে নামকরনের তালিকা:-
- বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার, ঢাকা।
- বঙ্গবন্ধু হাই-টেক সিটি, গাজীপুর।
- বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরী, ফেনী।
- বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরী, চট্টগ্রাম।
- বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর, মাদারীপুর। (প্রস্তাবিত)
- বঙ্গবন্ধু সেনানিবাস, টাঙ্গাইল।
- বঙ্গবন্ধু-১, স্যাটেলাইট।
- বিএনএস বঙ্গবন্ধু, মিসাইল ফ্রিগেট।
- বঙ্গবন্ধু চেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ।
- বঙ্গবন্ধু ভবন, ঢাকা।
- বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা।
- বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র।
- বঙ্গবন্ধু সেতু।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার।
- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা।
- বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা।
- বঙ্গবন্ধু পানি শোধনাগার, খুলনা।
- বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম।
- বঙ্গবন্ধু স্কয়ার স্মৃতিস্তম্ভ, ঢাকা।
- বঙ্গবন্ধু টাওয়ার, ঢাকা।
- বঙ্গবন্ধু চত্বর, ফরিদপুর।
- বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়), খুলনা।
- মৃত্যুঞ্জয়ী মুজিব।
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ।
- বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল।
- সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ।
- বঙ্গবন্ধু কলেজ, ঢাকা।
- বঙ্গবন্ধু কলেজ, খুলনা।
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কলেজ ঢাকা।
- জাতীর পিতা বঙ্গবন্ধু কলেজ, গাজীপুর।
- বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, রাজশাহী।
- বঙ্গবন্ধু কলেজ, কুমিল্লা।
- শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, নীলফামারী।
- সরকারী মুজিব কলেজ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
- বঙ্গবন্ধু সরকারী কলেজ বদলগাছি, নওগাঁ
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, খুলনা বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, খুলনা বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
- বঙ্গবন্ধু শেখ মুজিব হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু হল, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু হল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়স
- বঙ্গবন্ধু হল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ।
- আমবারী বঙ্গবন্ধু স্কুল, নীলফামারী।
- বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, কর্ণফুলী নদী, চট্টগ্রাম।
- বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।
- শেখ মুজিব রোড, চট্টগ্রাম।
- মুজিব সড়ক, ফরিদপুর শহরের প্রধান সড়ক ফরিদপুর।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক, বান্দরবান।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক, যশোর।
- বঙ্গবন্ধু রোড, নারায়ণগঞ্জ জেলা।
- বঙ্গবন্ধু রোড, সাভার, ঢাকা।
- বঙ্গবন্ধু দ্বীপ।
- বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর।
- বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কক্সবাজার।
- বঙ্গবন্ধু মানমন্দির, ভাঙ্গা, ফরিদপুর।
- মুজিব পার্ক, ফরিদপুর।
- বঙ্গবন্ধু সৈকত।
এবার আসুন দেখে নেই জাতির আপা শেখ হাসিনার নামে যত নামকরন:-
- শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র।
- শেখ হাসিনা সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি পার্ক।
- শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
- বিএনএস শেখ হাসিনা, নৌবাহিনীর জাহাজ।
- শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
- শেখ হাসিনা সাংস্কৃতিক গ্রাম, জামালপুর।
- গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু, তিস্তা নদীর উপর একটি সেতু।
- শেখ হাসিনা সেতু, মহানন্দা নদীর উপর একটি সেতু।
- শেখ হাসিনা সেতু, মধুমতি নদীর উপর একটি সেতু।
- শেখ হাসিনা সেতু, মেঘনা নদীর উপর একটি সেতু।
- শেখ হাসিনা সেতু, ধলেশ্বরী নদীর উপর একটি সেতু।
- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা।
- শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট, কৃষি অনুষদ, বিএসএমআরএসটিইউ।
- শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা।
- জননেত্রী শেখ হাসিনা হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- শেখ হাসিনা হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
- কৃষকরত্ন শেখ হাসিনা হল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
- শেখ হাসিনা হল, বুটেক্স।
- শেখ হাসিনা হল, বরিশাল বিশ্ববিদ্যালয়।
- দেশরত্ন শেখ হাসিনা হল, ইসলামী বিশ্ববিদ্যালয়।
- শেখ হাসিনা হল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- শেখ হাসিনা হল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- দেশরত্ন শেখ হাসিনা হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- শেখ হাসিনা হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
- শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর।
- শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল।
- শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ।
- শেখ হাসিনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোপালগঞ্জ।
- শেখ হাসিনা পদ্মা পুকুর ডিগ্রি কলেজ, ঝিনাইদহ।
- শেখ হাসিনা একাডেমী ও মহিলা কলেজ, মাদারীপুর।
- শেখ হাসিনা একাডেমি, পিরোজপুর।
- শেখ হাসিনা মহাসড়ক, মাদারীপুর-শরীয়তপুর।
- শেখ হাসিনা রোড, চট্টগ্রাম।
- শেখ হাসিনা শিশু পার্ক, আলমপুর, সিলেট।
এই লম্বা লিস্ট দেখার পর আমি স্বাধীনতার ইতিহাসের শীর্ষ দুইজন ব্যাক্তিত্বের নামে সার্চ করলাম যাদের একজন হলেন মওলানা ভাসানী, যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের অগ্রজ নেতা। বাংলাদেশের স্বাধীনতার প্রধান একটি পিলার ধরা হয় তাকে। ৭১ এর যুদ্ধ শুরুর পূর্বের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদের চেয়্যারম্যান ছিলেন তিনি। আ.লীগের ১ম প্রেসিডেন্টও তিনিই ছিলেন, সেখানে শেখ মুজিব ছিলেন জয়েন্ট সেক্রেটারী। পশ্চিম পাকিস্তানের শাষকদের বৈষম্য আর অপশাষনের বিরুদ্ধে তিনিই শুরু করেছিলেন প্রতিবাদ প্রতিরোধের আন্দোলন, তৈরী করেছিলেন স্বাধীনতা সংগ্রামের পটভুমি।
আমি সার্চ করে সেই অগ্রজ নেতার নামে 'মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙাইল' ছাড়া আর কোন নামকরন খুজে পাইনি।
আরো একটি গুরুত্তপুর্ণ প্রতিষ্ঠান ছিল ভাসানীর নামে। রাজধানীর বিজয় স্মরণীতে ২০০৪ সালে ৪ দলীয় জোট সরকারের আমলে প্রতিষ্ঠা করা হয় 'মাওলানা ভাসানী নভোথিয়েটার'। কিন্তু দুঃখজনকভাবে পরের টার্মে BAL সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালে সেটির নাম পরিবর্তন করে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার' রাখা হয়। সে জন্য একটি বিলও পাশ করা হয়।
স্বাধীনতার ইতিহাসের আরেকজন শীর্ষ ব্যাক্তিত্ব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ জি ওসমানীর নামে পেলাম মাত্র ৫ টি স্থানের নাম:-
- ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।
- এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট।
- ওসমানী জাদুঘর, সিলেট।
বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, সিলেট।
- ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা।
অনেক ঘাটাঘাটি করে এই ৫ টির বাইরে আর কোন স্থান আমি খুজে পাইনি। এর মধ্যে ৪ টিই তাহার নিজের জেলা সিলেটে।
পরিশেষে বলব, দেশের ইতিহাসের অসংখ্য অগনিত মহান ব্যাক্তিত্ব, বীর, বুদ্ধিজিবী ও রাজনৈতিক ব্যাক্তিত্বদের বাদ দিয়ে যখন জাতির বাবা আর জাতির আপার নামে নামকরন আর নাম পরিবর্তনের মহোৎসব চলছে, তখন দেশের নামটাই জাতির বাবার নামে 'কিংডম অফ শেখ মুজিব' হয়ে যাক। সেটাই ভাল। পারিবারিক রাজত্বে নামকরনের লিস্ট যতই দীর্ঘ হোক না কেন তা মন্দ লাগবে না।
Ref: Wikipedia
সেলিম সামীর
১ মার্চ, ২০২৪
No comments:
Post a Comment