মুক্তকন্ঠ - Mukthokonto

স্বাধিন কন্ঠের মুক্ত প্রতিধ্বনি
ব্লগ এডমিন: সেলিম সামীর

Breaking

Tuesday, October 16, 2018

একদিন আগে সেনা নামালে বাঁচত শত শত মানুষ

ছবি: সংগৃহীত

গুজরাট দাঙ্গা নিয়ে লেখা বইয়ে সাবেক সেনা কর্মকর্তার বিস্ফোরক তথ্য
 সুত্র:  যুগান্তর ১৬ অক্টোবর ২০১৮, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গুজরাট দাঙ্গায় সেনা নামাতে চব্বিশ ঘণ্টারও বেশি দেরি করেছিল প্রশাসন। একদিন আগে সেনা নামানো গেলে সেদিন বহু প্রাণহানি ঠেকানো যেত। ভারতীয় সেনাবাহিনীর এক সাবেক লেফটেন্যান্ট জেনারেল এই অভিযোগ করেছেন।
২০০২ সালে গুজরাটে হিন্দু ও মুসলিমের মধ্যে ভয়াবহ দাঙ্গা হয়। দাঙ্গায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়। যাদের বেশির ভাগই মুসলিম। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দাঙ্গা মোকাবেলায় মোতায়েন করা সেনাদের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর সাবেক উপপ্রধান জমিরউদ্দিন শাহ। ভয়াবহ সেই দাঙ্গার স্মৃতি নিয়ে সম্প্রতি স্মৃতিকথা লিখেছেন তিনি। সদ্য প্রকাশিত বইটিতে দাঙ্গা ঠেকাতে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন।
শনিবার ‘দ্য সরকারি মুসলমান’ নামে ওই বইটি প্রকাশিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে আরও অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের সাবেক উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তিনিও দাঙ্গার সময় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বইটি নিয়ে ভারতজুড়ে ব্যাপক তোলপাড় চলছে। বইয়ে প্রায় দুই দশক পর স্বাধীন ভারতের ইতিহাসে কলঙ্কজনক এ অধ্যায়টি নিয়ে মুখ খুলেছেন সে সময় রাজ্যে মোতায়েন করা সেনাবাহিনীর ডিভিশন কমান্ডার জমিরউদ্দিন শাহ। পরে সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে অবসর নেন তিনি।
বইটিতে জেনারেল শাহ বর্ণনা করেছেন কীভাবে দাঙ্গাবিধ্বস্ত গুজরাটে পৌঁছানোর পরও তার বাহিনীকে বসিয়ে রাখা হয়েছিল।

No comments:

Post a Comment

Pages