মুক্তকন্ঠ - Mukthokonto

স্বাধিন কন্ঠের মুক্ত প্রতিধ্বনি
ব্লগ এডমিন: সেলিম সামীর

Breaking

Wednesday, January 10, 2018

আসুন শীতার্তদের পাশে দাড়াই

চলছে শীতকাল। সারা দেশে বেড়েই চলছে শীতের দৌড়াত্ব গত বছর গুলোর তুলনায় এবারের শীতের প্রকটও বেশী। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশে শৈত্য প্রবাহ চলবে আরো কয়েক সপ্তাহ।
শীত সবার জন্য প্রিয় এক ঋতু গরমের উষ্ণতা থেকে বাচতে সবাই যেন চাতক পাখির মতো শীতের জন্য অপেক্ষা করে থাকে। শীত প্রকৃতিতে আনে বৈচিত্র দেয় নতুন এক আমেজ। তবে প্রবাদে আছে কারো পৌষ মাস কারো আবার সর্বনাশ তেমনি শীত কারো জন্য আসে পৌষের আশীর্বাদ হয়ে আসে আবার কারো জন্য তা আসে সর্বনাশ হয়ে!
আমরা যারা সমাজে বিত্তবান আছি তাদের জন্য শীত এক উপভোগ্য ঋত্য কিন্তু একবার ভেবে দেখেছেন কি আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শীতার্ত গরীব, অনাথ পথশিশুরা এই শীতে কি মানবেতর জীবনযাপন করে? 


একবারও কি তাদের আর্তনাদ আমাদের কানে এসে পৌছায় না?
আমাদের মনে রাখা উচিৎ এই শীতার্ত গরীব অনাথ পথশিশুরাই আমাদের প্রতিবেশী, ভাই কিংবা ছেলের মতো
তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের বিবেকবোধ থেকেই তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ জেগে উঠা উচিৎ।
তাই আমরা যারা সমাজে সামর্থ্যবান আছি আমাদের শীতার্তদের পাশে দাঁড়ানো উচিৎ আমাদের ক্ষুদ্র এই উদ্যোগই পারে তাদের মুখে একটু হাসি ফোটাতে শীতকে তাদের জন্য একটু উপভোগময় করে তুলতে। আর আমাদের যাদের সামর্থ্য নেই আমরা কি পারিনা আমাদের ঘরে থাকা অব্যাবহৃত শীতের কাপড় দিয়ে ওদের পাশে দাঁড়াতে। আমরা কি পারিনা এ সামান্য ত্যাগ টুকু স্বীকার করে ওদের পাশে দাড়াতে? 

তাই আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাড়াই ওদের কষ্টে একটু অংশীদার হই।

No comments:

Post a Comment

Pages