মুক্তকন্ঠ - Mukthokonto

স্বাধিন কন্ঠের মুক্ত প্রতিধ্বনি
ব্লগ এডমিন: সেলিম সামীর

Breaking

Thursday, July 12, 2018

সেমিতে সাবেক এক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারালো ক্রোয়েশিয়া, ফাইনালে আরেক চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে কাপ জেতার লড়াই!




ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়া ২০১৮ এর সেমি ফাইনালের ২য় ম্যাচ ক্রোয়েশিয়া বনাম ইংল্যান্ড এর শুরুতেই ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে ছিলো। ইংল্যান্ডের গোলটাও ছিলো দারুন। তবে ৬৮ মিনিটে দুরন্ত একটি গোল দিয়ে ক্রোয়েশিয়া সমতায় চলে আসে। তারপর এক্সট্রা টাইমের ১০৯ মিনিটে আরেকটি গোল করে  ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিয়ে ক্রোয়েশিয়া জায়গা করে নিল বিশ্বকাপ ফাইনালে।
ক্রোয়েশিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ এর হাইলাইটস।

সেমিতে সাবেক এক চ্যাম্পিয়নকে হারিয়ে আরেক সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে ক্রোয়েশিয়ার ফাইনাল লড়াই। ফাইনাল ম্যাচ ১৫ জুলাই রাত ন'টায়।

মজার ব্যাপার হলো, ৩য় স্থান নির্ধারনী ম্যাচে ১টি দল সাবেক চ্যাম্পিয়ন , ফাইনাল ম্যাচেও একটি দল সাবেক চ্যাম্পিয়ন । দেখা যাক সময় কাকে সঙ্গ দেয়, সাবেক চ্যাম্পিয়নদেরকে নাকি নতুনদেরকে!

No comments:

Post a Comment

Pages