মুক্তকন্ঠ - Mukthokonto

স্বাধিন কন্ঠের মুক্ত প্রতিধ্বনি
ব্লগ এডমিন: সেলিম সামীর

Breaking

Monday, July 30, 2018

ছাগল ধর্ষনের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে

খবর: হরিয়ানায় ৮ জন মদ্যপ যুবক কর্তৃক একটি ছাগল ধর্ষিত হয়ে মারা যায়।


ভারতের হরিয়ানায় একটি ছাগল গনধর্ষিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখন ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে উগ্রতা, সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে। ক্রুয়েল ঐ ধর্ষকরা মুসলিম হওয়ায় হিন্দু জনগোষ্ঠী এই সাম্প্রদায়িক ঘৃনা আর উগ্রতা ছড়াচ্ছে। মনে হচ্ছে তারা যেন ধোয়া তুলসি পাতা। অথচ তারাই প্রতিদিন অসংখ্য অগনিত প্যাটার্ন ও ধরনের ধর্ষন করে ভারতকে ধর্ষনের মুল্লুক বানিয়ে রেখেছে।

এ ব্যাপারে নাস্তিক লেখিকা Taslima Nasreen  একটি টুইট করেছেন যার সাথে আমি পুরাপুরি একমত।

তাসলিমার টুইট-
"বকরি গনধর্ষনের ঘটনা জেনে মানুষ খুবই বিরক্ত হচ্ছে। তারা গোপনে এটা বিশ্বাস করে যে, একটি ছাগলকে গনধর্ষনের চেয়ে একটি মেয়েকে গনধর্ষন করা অনেক ভালো। অথচ বাস্তবতা হলো, ছাগল এবং নারি ধর্ষনে কোন ফারাক নেই। তারা উভয়েই বলে- "ধর্ষনকে 'না' বলুন।"

আসলেই ভারতিয় হিন্দুরা এই বিকৃত মানষিকতার বকরি ধর্ষনের চেয়ে তাদের প্রতিদিনের পৈশাচিক নারী ধর্ষন কে অনেক ভালো মনে করে প্রশান্তির ঢেকুর তুলছে। আর ঐ মুসলিম ধর্ষকদের প্রতি ঘৃনা ছুড়ছে।

বস্তুত 'ধর্ষন' ব্যাপারটাই তো বিকৃত ও জঘন্য মানষিকতার পরিচায়ক। কাকে ধর্ষন করা হলো, সে মানুষ নাকি পশু, তাতে কি আসে যায়! নারী ধর্ষক হোক আর ছাগল ধর্ষক হোক, তার চরিত্র একই, সে একজন ধর্ষক।

No comments:

Post a Comment

Pages