খবর: হরিয়ানায় ৮ জন মদ্যপ যুবক কর্তৃক একটি ছাগল ধর্ষিত হয়ে মারা যায়।
এ ব্যাপারে নাস্তিক লেখিকা Taslima Nasreen একটি টুইট করেছেন যার সাথে আমি পুরাপুরি একমত।
তাসলিমার টুইট-
"বকরি গনধর্ষনের ঘটনা জেনে মানুষ খুবই বিরক্ত হচ্ছে। তারা গোপনে এটা বিশ্বাস করে যে, একটি ছাগলকে গনধর্ষনের চেয়ে একটি মেয়েকে গনধর্ষন করা অনেক ভালো। অথচ বাস্তবতা হলো, ছাগল এবং নারি ধর্ষনে কোন ফারাক নেই। তারা উভয়েই বলে- "ধর্ষনকে 'না' বলুন।"People feel so disgusted when they learn that a group of men gangraped a goat. They secretely believe gangraping a girl is better than gangraping a goat. But the truth is there is no difference between girls and goats. They both say NO to rapes.— taslima nasreen (@taslimanasreen) July 29, 2018
আসলেই ভারতিয় হিন্দুরা এই বিকৃত মানষিকতার বকরি ধর্ষনের চেয়ে তাদের প্রতিদিনের পৈশাচিক নারী ধর্ষন কে অনেক ভালো মনে করে প্রশান্তির ঢেকুর তুলছে। আর ঐ মুসলিম ধর্ষকদের প্রতি ঘৃনা ছুড়ছে।
বস্তুত 'ধর্ষন' ব্যাপারটাই তো বিকৃত ও জঘন্য মানষিকতার পরিচায়ক। কাকে ধর্ষন করা হলো, সে মানুষ নাকি পশু, তাতে কি আসে যায়! নারী ধর্ষক হোক আর ছাগল ধর্ষক হোক, তার চরিত্র একই, সে একজন ধর্ষক।
No comments:
Post a Comment