মুক্তকন্ঠ - Mukthokonto

স্বাধিন কন্ঠের মুক্ত প্রতিধ্বনি
ব্লগ এডমিন: সেলিম সামীর

Breaking

Monday, August 9, 2021

টিকা গ্রহণে জটিলতা


[গণটিকা কেন্দ্রে নির্ধারিত দিনে যাদেরকে টিকা দেওয়া হবে, তাদের নিবন্ধন আগেই করে রাখলে ভালো হতো।]

মুহাম্মদ আবদুল হামিদ
----------------------------------
দেশে টিকাদান কর্যক্রম শুরু হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে। তবে টিকার মজুদ কম থাকায় একেবারে সীমিতসংখ্যক মানুষ টিকা গ্রহণে সক্ষম হয়েছেন।

এদিকে গত এক মাস থেকে দেশে করোনার ভয়াবহ তান্ডব চলছে। সরকারী হিসাবে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই শতাধিক মানুষ করোনায় মৃত্যুবরণ করছেন। পনেরো সহস্রাধিক মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। গত এক মাসে প্রায় ৬ হাজারের বেশী মানুষ করোনায় মৃত্যুবরণ করেছেন। এ ছিলো হিসাব, হিসাব ছাড়া করোনার উপসর্গ নিয়ে এই সময়ে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। দীর্ঘ লকডাউনেও কার্যত কোন ফল পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা থেকে সুরক্ষার জন্য টিকা গ্রহণই অধিক নিরাপদ। সুতরাং করোনার ভয়াবহতার মাঝে এখন দেশের মানুষ টিকা গ্রহণের প্রতি অধিক আগ্রহী। মানুষের মধ্যে ব্যাপক সাড়া প্রত্যক্ষ করা যাচ্ছে। ইতোমধ্যে ২ কোটির কাছাকাছি মানুষ নিবন্ধন করেছেন। জানা গেছে, গত দুই/তিন দিন থেকে সুরক্ষা এপস ও ওয়েব সাইটে প্রতি মিনিটে ৫ হাজার মানুষ করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধন করছেন।

নিবন্ধনের ক্ষেত্রে অনেক জটিলতা মোকাবিলা করতে হচ্ছে অনেককে। নিবন্ধন দ্রুত ও সহজ হলে নিবন্ধনকারীর সংখ্যা আরো অনেক বেশি হতো।

অনেকে নিবন্ধন করেও টিকা পাচ্ছেন না--এমন অভিযোগ করছেন অনেকে। অনেকে বলছেন, তারা এক মাস আগে নিবন্ধন করেছেন কিন্তু টিকা গ্রহণের ফিরতি এসএমএস পাচ্ছেন না। তবুও মানুষ টিকার জন্য নিবন্ধন করছেন এবং টিকাকেন্দ্রে ভীড় জমাচ্ছেন।

নিবন্ধন আসল নয়, টিকা পাওয়াই মূল কথা। যেখানে নিবন্ধনকৃতরা এখনো টিকাগ্রহণের ফিরতি বার্তা পাচ্ছেন না এমতাবস্থায় গণটিকা কর্মসূচি নেওয়া কতটা সুবিবেচনার পরিচায়ক হয়েছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

গত ৮ আগস্ট থেকে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। এতে ব্যাপক এলোমেলো লক্ষ করা যাচ্ছে। শত শত মানুষ টিকা কেন্দ্রে গিয়ে খালি ফিরে আসতে হয়েছে। জানা গেছে, প্রতি কেন্দ্রে মাত্র দুই শত টিকা দেওয়া হয়। এর তোলনায় কেন্দ্রগুলোতে অনেক বেশি মানুষের উপস্থিতির কারণেই বিশৃঙ্খলা হচ্ছে।

তাছাড়া একই দিনে একই সময়ে নিন্ধন+টিকাগ্রহণ এটাও একটা ঝামেলার বিষয়। কারণ গত কয়েকদিন থেকে সুরক্ষার সার্ভার মারাত্মক বিজি থাকায় দ্রুত নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।

গণটিকা কেন্দ্রে নির্ধারিত দিনে যাদেরকে টিকা দেওয়া হবে, তাদের নিবন্ধন আগেই করে রাখলে ভালো হতো।

এতে মানুষের ভীড় কম হতো। স্বাস্থ্যবিধি ভেঙ্গে পড়তো না। নিরিবিলি পরিবেশে মানুষ টিকাগ্রহণ করতে পারতো।

আর যারা টিকার জন্য দীর্ঘদিন থেকে নিবন্ধন করে রেখেছেন কিন্তু ফিরতি এসএমএস পাচ্ছেন না তাদের জন্য দ্রুত টিকার ব্যবস্থা করতে হবে। এজন্য কেন্দ্রগুলোতে আরো চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও জনবল নিয়োগের পাশাপাশি যথাযথ সুন্দর কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষ যাতে আরো সহজ ও সুন্দর পরিবেশে টিকাগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

No comments:

Post a Comment

Pages